শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

By মেহেরপুর নিউজ

May 09, 2016

মেহেরপুর নিউজ, ০৯ মে: টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারী এডুকেশন প্রজেক্টের আওতায় প্রধান শিক্ষকদের ফলোআপ প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষন সামগ্রী নিয়ে জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন প্রশিক্ষনার্থী প্রধান শিক্ষকরা । প্রশিক্ষন সামগ্রী নিম্ম মানের দিয়ে মোটা অংকের টাকা আত্মসাত ও হোষ্টেল ব্যবস্থাখাতে প্রয়োজণীয় খরচ না করে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

প্রধান শিক্ষকরা জানান, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারী এডুকেশন প্রজেক্টের আওতায় প্রধান শিক্ষকদের ফলোআপ টেনিং কোর্স ৬দিন করে তিনটি ব্যাচে ১২০ জন প্রধান শিক্ষক অংশ নেন। সেখানে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন সামগ্রী (ব্যাগ,কলম ও প্যাড) বরাদ্দ রাখা হয়েছে ৩০০ টাকা করে। কিন্তু প্রধান শিক্ষকরা অভিযোগ করে যে ব্যাগ তাদের দেয়া হয়েছে তার দাম সর্বসাকুল্যে ৬০ টাকা হবে। এছাড়া হোষ্টেল ব্যবস্থাপনা বিষয়েও অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার বলেন, অন্যান্য খাতে বেশি ব্যায় হওয়ার কারণে কম দামের ব্যাগ কেনা হয়েছে।