মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে অসচ্ছল শিল্পীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সকল অসহায়, অসচ্ছল শিল্পীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান উপস্থিত থেকে অসচ্ছল শিল্পীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।