টপ নিউজ

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী নির্বাচনকে ঘিরে কোন উত্তাপ নেই

By মেহেরপুর নিউজ

March 16, 2021

মেহেরপুর নিউজ:

আগামী ২০ মার্চ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক, কার্যকরী সদস্য নির্বাচন হবে। মেহেরপুরের ৩২০ জন সংস্কৃতিমনা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনের দিন ঘনিয়ে আসলে ও প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা খুব একটা এগিয়ে আসতে দেখা যায়নি, সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং মেহেরপুর অরণি‘র সভাপতি নিশান সাবের উভয় জয় লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও প্রচারণার ক্ষেত্রে যেমনটি হওয়ার কথা ছিল এক্ষেত্রে তেমনটি  চোখে পড়েনি। যদিও প্রার্থীরা অধিকাংশ ভোটারদের সাথে মোবাইল ফোনে ভোট চাওয়ার ক্ষেত্রে বেশি অগ্রগামী।

বিগতসময় গুলিতে নির্বাচনকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমী এলাকা প্রার্থী এবং ভোটারদের সরগম দেখা গেলেও বর্তমানে আসন্ন জেলা শিল্পকলা একাডেমী নির্বাচনকে ঘিরে শিল্পকলা একাডেমি চত্বর ততটা সরগম এখনো চোখে পড়েনি। এবারের প্রচারটা মোবাইল মাধ্যমে বেশি লক্ষ্য করা গেছে।

২০ মার্চ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও সহ-সভাপতি পদে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে আগামী ২০ সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আসন্ন জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে সদস্য নবায়নসহ  নানাবিধ গোপনীয়তা অবলম্বন ও  সাংস্কৃতিক স্বজনদের অপমানিত করার প্রতিবাদে গত ৬ মার্চ বিকাল ৪ টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মেহেরপুর অরণি‘র সভাপতি ও নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী  নিশান সাবের  অবস্থান কর্মসূচী করে।