শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সদস্যদের পদত্যাগ।। নব নির্বাচিত সম্পাদক সাইদুর রহমান লাঞ্চিত

By মেহেরপুর নিউজ

March 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মার্চ: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক নির্বাচনের পর চরম নাটকীয় ঘটনা ঘটেছে। নব নির্বাচিত ৩ সদস্য পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সহকারি অধ্যাপক সাইদুর রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে তিনি লাঞ্চিত হয়েছেন।  বোরবার রাতে ওই ঘটনা ঘটে। জানা গেছে, সাংস্কৃতিক অংগনের অত্যন্ত পরিচিত মুখ অরণীর সভাপতি নিশান সাবের সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন। ওই ঘটনায় তিনি তাৎক্ষনিক শিল্পকলা একাডেমির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এর পরপরই শেখ মোমিন ও রাজিব তাদের পদত্যাগ পত্র জমা দেন। নিশান সাবের জানান,  যে উদ্দেশ্য নিয়ে সাংস্কৃতিক কর্মী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল; সে আশা পূরণ না হওয়ায় আমি পদত্যাগ করেছি। এদিকে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার পর সহকারি অধ্যাপক সাইদুর রহমান রাতে জেলা শিল্পকলা একাডেমিতে কয়েক জন সাংস্কৃতিক কর্মীর সাথে আলাপ কালে কয়েক জন যুবক তাকে বাইরে ডেকে নিয়ে লাঞ্চিত করে। এ ঘটনায় সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।