মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ছাদে মরণ ফাঁদ তৈরি হয়েছে। জানা গেছে, শিল্পকলা একাডেমির ছাদে পরিত্যাক্ত চেয়াটেন্ডার জমা রের নিচে বিশাল আকৃতির ভেমরুলের বাসা তৈরি হয়েছে। হাজার হাজার ভেমরুল সার্বক্ষনিক ওই বাসা থেকে আসা যাওয়া করছে। এদিকে ভেমরুলের কামড়ের ভয়ে ওই বাসাটি ভাঙতে কেউ সাহস পাচ্ছে না। অথচ দিন দিন ভেমরুলের সংখ্যাও বেড়ে যা্চ্ছে।