রাজনীতি

মেহেরপুর জেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট: মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেয়। আজ শনিবার বিকেলে  মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক তপন পাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভাষা সৈনিক ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল। বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিসকিন আলী, গাংনী থানা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, সদর থানা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, মেহেরপুর শহর সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইবনে মামুন প্রমুখ।