বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা স্কাউটের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 15, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা স্কাউটের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেমেহেরপুর জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও স্কাউট এর সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সবার শরীর প্রাক্কালে কার্যনির্বাহী কমিটির সাথে জেলা প্রশাসকের পরিচিতি হয় এবং স্কাউট এর পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, জেলায় স্কাউটস কার্যক্রমকে জোরদার করতে হবে। করোনার কারনে স্কাউট কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়েছে,কিন্তু এখন পরিবেশ অনেকটাই উন্নতি লাভ করেছে, তাই গতিশীল করতে হবে। এ জেলার শিক্ষার্থীরা অনেক মেধাবী ও নেতৃত্বগুণে অনন্য। স্কাউটস শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটায়, তাদের সুশৃংখল করে, মানবসেবায় উদ্বুদ্ধ করে ও জ্ঞানের বিকাশ ঘটায়।জেলা প্রশাসক বলেন, স্কাউটস একটা স্বেচ্ছাব্রতী আন্দোলন। এই আন্দোলনকে এ জেলায় এগিয়ে নিতে প্রাথমিক, মাধ্যমিক স্কুলের শিক্ষকবৃন্দের আন্তরিক ভূমিকা অপরিহার্য। তিনি প্রতিটি স্কুলে স্কাউট কার্যক্রম জোরদার করার জন্য সকলকে আন্তরিক ভূমিকা রাখার আহবান জানান।

প্রতিটি স্কুলে স্কাউট ফান্ড পরিচালনায় আলাদা স্কাউট একাউন্ট খোলার তাগিদ দেন এবং বকেয়া স্কাউট ফি পরিশোধের জন্য উদ্যোগী হওয়ার অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই জেলার স্কাউটস একসময় সারাদেশের জন্য অনুকরণীয় হবে।কার্যনির্বা কমিটির সভায় অন্যদের মধ্যে কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি সাজিয়া সিদ্দিকা সেতু, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম,রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।