নির্বাচন

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের মোটর সাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

December 11, 2020

মেহেরপুর নিউজ:

আগামী ২০২১ সালে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির সমর্থনে মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। বিকেলে সদর উপজেলার গোপালপুর বাজারে মোটরসাইকেল শোভাযাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মতিউর রহমান মতি,মুক্তিযোদ্ধা জাহাতাব আলী, আলী হোসেন, জাহিদ হোসেন, তোফাজ্জল হোসেন প্রমূখ। পরে সেখান থেকে বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

মতিউর রহমান মতির নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি শ্যামপুর ইউনিয়নের গোপালপুর থেকে শুরু করে বসন্তপুর, পুরাতন মদনা,নতুন মদনা, ধূাসর পাড়া, আলমপুর, নোনা পাড়া, শ্যামপুর, বেলতলা পাড়া, ঝাউবারিয়া, দিঘিরপাড়া, বেলে গাড়ি গ্রাম প্রদক্ষিণ করে। এর আগে শ্যামপুর, বেলতলা পাড়া এবং ঝাউবাড়িয়া গ্রামে পৃথক তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।