করোনাভাইরাস

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

April 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন দরিদ্র অসহায় পরিবারের মাঝে চাল, ডাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর স্বেচ্ছাসেবক লীগ ক্লাব প্রাঙ্গণে দেড় শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল বিতরণ করা হয়।

মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন উপস্থিত থেকে দরিদ্র অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, গোপালপুর স্বেচ্ছাসেবক লীগ ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।