মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিকে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম, অতি: জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ,মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান প্রমুখ।
সভায় শহরের যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্যে মেহেরপুর বাস টার্মিনালকে পূর্ণাঙ্গরুপে ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া জেলা শিশু পার্কে আগত শিশুদের নিরাপত্তা এবং জেলা প্রাণিসম্পদ অফিস ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আগত সেবাপ্রত্যাশী তথা পৌরবাসীর সুবিধার্থে হোটেল বাজার মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত অস্থায়ীভাবে গড়ে উঠা স্ট্যান্ড অবিলম্বে বাস টার্মিনালে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পৌরসভার উদ্যোগে বাস টার্মিনালে দ্রুত অতি জরুরি সিভিল ওয়ার্কস সম্পাদন, ওয়াশরুম নির্মাণ ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে সিদ্ধান্ত গৃহীত হয়।