বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে অনুদান প্রদান

By মেহেরপুর নিউজ

December 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:

মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার ইউনিয়নের সদস্য মরহুম তোফাজ্জেল হোসেনের পরিবারের মধ্যে অর্থিক অনুদান প্রদান করে। জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামূল ইসলাম রকেট মরহুম তোফাজ্জেল হোসেনের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় ইউনিয়নের সাধারন সম্পাদক কুতুবউদ্দিন বাবু, সহসভাপতি আলতাফ হোসেন, সাবেক সম্পাদক আবু হানিফ বাবু, কোষাধ্যক্ষ মুরাদ আলীসহ ইউনিয়নের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তোফাজ্জেল হোসেনের মৃত্যুর আগে চিকিৎসা খরচ বাবদ আরো ১০ হাজার টাকা প্রদান করা হয়েছিন।