টপ নিউজ

মেহেরপুর ট্রাক, ট্রাংক লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

February 23, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংক লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য জাহিদুল ইসলাম জুয়েল কে লাঞ্ছিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় বেশ কিছু সময় ধরে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংক লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক অবরোধ তুলে নেন।

সোমবার মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য জাহিদুল ইসলাম জুয়েলকে লাঞ্ছিত করে। ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতার না করায় শ্রমিকরা অবরোধ শুরু করে। এসময় সভাপতি এসএম আকিব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের আটক করার আহ্বান জানান।