মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কার্যকরী পরিষদের সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মেহেরপুর ডিএফএ’র নির্বাচনে ১১ টি পদে একক প্রার্থী থাকায় শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. ইয়ারুল ইসলাম নির্বাচিত সদস্যদের নামের তালিকা ঘোষনা করেন। এতে সভাপতি পদে কে এম আতাউল হাকিম লাল মিয়া দ্বিতীয় বারের মত সভাপতি, সহসভাপতি পদে মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু ও সৈয়দ এহসানুল কবির আরিফ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম শিলু, নির্বাহী সদস্য আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আক্কাছ আলী, নূরুল ইসলাম, হাসানুজ্জামান হিলোন, আনোয়ারুল হক শাহী, আতর আলী ও আনিসুর রহমান ভল্টু’র নাম ঘোষনা করা হয়।