বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

May 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল: মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মেহেরপুর গাংনী উপজেলার নওয়াপাড়া রাজার এলাকায়। জানা যায়, এ দিন সকালে মেহেরপুর ডি বি পুলিশের এ এস আই একরামের নেতৃত্বে ডি বি পুলিশের একটি দল নওয়াপাড়া বাজার এলাকা থেকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রেজাউলের ছেলে জাকির হোসেন(৪০) এবং একই গ্রামের জহুরের ছেলে আবুল বাশারকে (৩৮) এক কেজি গাঁজাসহ আটক করে। এব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।