বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশ ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

December 02, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মিন্টুকে আটক করেছে।

মিন্টু মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। জানা গেছে ডিবি পুলিশের এসআই মেজবাহ রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে করমদি এলাকায় অবস্থান করেন।

সোমবার সকালের দিকে মিন্টু ফেনসিডিল নিয়ে বামুন্দী থেকে আসার পথে ডিবি পুলিশ তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তাকে আটক করার পর তার কাছে থাকা বস্তার মধ্যে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে