রাজনীতি

মেহেরপুর তরুণলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ ।। উভয়পক্ষের এজাহারে ক্রুটি থাকায় জমা হয়নি

By মেহেরপুর নিউজ

March 16, 2015

আপডেট

মেহেরপুর নিউজ,১৬ মার্চ: মেহেরপুর জেলা ছাত্রলীগ ও তরুণ লীগের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষই সদর থানায় এজাহার দাখিল করতে গেলে ত্রুটি পূর্ন থাকায় তা জমা না দিয়ে ফেরত এসেছে। আজ সোমবার তারা সংশোধন করে আবারো জমা দিবেন বলে জানা গেছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব মেহেরপুর নিউজকে জানান, উভয় পক্ষ থেকে রোববার রাতে পৃথক পৃথক এজাহার দাখিল করলেও উভয় পক্ষের এজাহারে ত্রুটি থাকায় তা সংশোধন করে জমা্ দেয়ার জন্য বলা হয়। পরে তারা আজ সোমবার সংশোধীত এজাহার দাখিল করার কথা রয়েছে বলে তিনি জানান। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রোববার রাতে তারা উভয়পক্ষ অভিযোগ দাখিল করলে তাদের অভিযোগ ক্রটি পূর্ণ থাকায় তারা জমা দেয়নি। আজকে সংশোধীত অভিযোগ দাখিল করেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, রোববার দুপুরে মেহেরপুর শহর তরুণলীগের অফিস ভাংচুরকে কেন্দ্র করে ছাত্রলীগ ও তরুণলীগের মধ্যে সংঘর্ষে বেধে যায়্ সংঘর্ষ। এসময় উভয় পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান পোলেন, ছাত্রলীগ নেতা মাসুদ রানা ও জুযেল নামেরএক আটোচালক আহত হয়।