নির্বাচন

মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

By Meherpur News

July 08, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সমিতির কার্যালয়ে এক সভায় এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ড. আলিবদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ আগস্ট (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনী তফসিলের বিস্তারিত সময়সূচি: ১২ জুলাই: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৩-১৪ জুলাই: মনোনয়নপত্র বিক্রি, ১৫ জুলাই (বিকাল ৪টা – রাত ৮টা): মনোনয়নপত্র দাখিল, ১৭-১৮ জুলাই (বেলা ১১টা): মনোনয়নপত্র বাছাই, ১৯ জুলাই (বিকাল ৪টা – রাত ৮টা): বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ২০ জুলাই (বিকাল ৪টা – রাত ৮টা): আপত্তি দাখিল, ২১ জুলাই (বিকাল ৪টা – রাত ৮টা): আপত্তি নিষ্পত্তি, ২২ জুলাই (বিকাল ৪টা – রাত ৮টা): মনোনয়নপত্র প্রত্যাহার, ২৪ জুলাই (বিকাল ৪টা – রাত ৮টা): চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ও ১০ আগস্ট (সকাল ৮টা – বিকেল ৪টা): ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা

তফসিল ঘোষণার সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওয়াজেদুল হক জেদু এবং শাহনেওয়াজ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন।