ব্যবসা ও বানিজ্য

মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ।। হানিফ সভাপতি, সামাদ সম্পাদক নির্বাচিত

By মেহেরপুর নিউজ

November 13, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:

শুক্রবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শানিৱ পূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে মোঃ আবু হানিফ সভাপতি ও মোঃ আব্দুস সামাদ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এদিন নির্বাচনে আবু হানিফ ২শ’ ৯৬ ভোট পেয়ে সভাপতি পদে পুনঃ নির্বাচিত হন। তার নিকটতম এক মাত্র পার্থী জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম একশ’ ৯৩ ভোট পেয়ে পরাজিত হন। এদিকে সম্পাদক পদে মোঃ আব্দুস সামাদ ২শ’ ৮৭ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি আফতার আলী একশ’ ৮৬ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি মোঃ ফয়েজউদ্দিন ৩শ’ ৯ ভোট, সহসভাপতি পদে নজরুল ইসলাম ফুলু ২শ’ ৬৮ ভোট,  সিনিয়র যুগ্ম সম্পাদক আলাল মালিথা ২শ’ ৬৬ ভোট, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম মনি ২শ’ ৪৪ ভোট, অর্থ সম্পাদক আব্দুল মতিন ২শ’ ৪৬ ভোট, দপ্তর সম্পাদক দয়াল রানা ২শ’ ৩২ ভোট এবং  নির্বাহী সদস্য মোঃ আলী ৪শ’ ২৯ ভোট, সেন্টু মিয়া ৩শ’ ২০ ভোট, আহম্মদ আলী ২শ’ ৭২ ভোট, এলকাদ আলী ২শ’ ৬৩ ভোট ও শফিকুল ইসলাম ২শ’৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যনৱ বিরতীহীনভাবে ভোট গ্রহণ করা হয়। মোট ৫শ’৯ জন ভোটারের মধ্যে ৫শ’ ২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।