বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর থানা পুলিশের অভিযানে চুরিকৃত ২ টি কম্পিউটারসহ মালামাল উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 13, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারী:

মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজে চুরি হওয়ার প্রায় এক মাস পর মেহেরপুর থানা পুলিশ ২ টি কম্পিউটারসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গার একটি ইটভাটা থেকে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করা হয়। সদর থানার ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ও সি (তদন্ত) মাসুদ, এস আই মেহেদী,এস আই মকবুলসহ সংগীয় ফোর্স সদর উপজেলার মদনাডাঙ্গার বদরের ভাটা থেকে ২ টি কম্পিউটারসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে। জানা গেছে, সদর উপজেলার পিরোজপুর গ্রামের গোলামের ছেলে ওই ভাটার নৈশ প্রহরী শহিদুল ইসলাম চোরাই কম্পিউটার ওই ভাটায় রেখে দেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওইগুলো উদ্ধার করে। পুলিশের আগামনী টের পেয়ে শহিদুল পালিয়ে যায়। উল্লে­খ্য, গত ১০ ডিসেম্বর/১১ তারিখ রাতে মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজে সংঘবদ্ধ চোর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ৭ টি কম্পিউটারসহ বিভিন্ন জিনিষ চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় কলেজের অধ্যক্ষ শাহি উদ্দিন মেহেরপুর সদর থানায় একটি জিডি করেন।