শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর থেকে এসএসি পরীক্ষার্থীকে অচেতন করে অপহরনের চেষ্টা ।। পাবনা থেকে উদ্ধার ।। পরীক্ষা অনিশ্চিত

By মেহেরপুর নিউজ

February 16, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম , ১৬ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার বাবরপাড়া গ্রামের শওকত আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী আকাশকে অচেতন করে অপহরন করে ঢাকায় নেয়ার পথে পাবনার রুপপুর থেকে তাকে উদ্ধার করা হয়।বর্তমানে সে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে আধা চেতন অবস্থায় পরীক্ষা দিচ্ছে। এখনও সে পুরোপুরি সুস্থ হয়নি বলে জানা গেছে। জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী আকাশ শনিবার সন্ধ্যায় তার আত্মীয়ের পাঠানো ২২ হাজার টাকা মোবাইল ক্যাশের মাধ্যমে তুলে তার অস্থায়ী ঠিকানা মেহেরপুরের চক্রপাড়ায় ফিরছিলেন। এ সময় একদল অপহরক তাকে পেছন থেকে মুখে রুমাল চেপে ধরে তাকে অচেতন করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে শ্যামলী পরিবহনের মাধ্যমে ঢাকায় নেয়ার চেষ্টা করে। এদিকে আকাশের পরিবারের লোকজন খোজাখুঁজি করতে থাকে। শ্যামলী পরিবহনের গাড়িতে পাবনার রুপপুরে পৌছালে আকাশ কে অচেতন দেখে পরিবহনের লোকজন আকাশের বাড়িতে ফোন করে। পরে আকাশের পরিবারের লোকজন রাতে রুপপুর থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের আকাশকে দেখতে এসে তার বড় বোন রুপালি মুখ শুকতে গেলে সেও অচেতন হয়ে পড়ে। বর্তমানে রুপালি একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। অপরদিকে আজ রোববার এসএসসি পরীক্ষা থাকায় আকাশ অনেকটা ঘুমের ঘোরে মেহেরপুর সরকারী উচাচ বালক বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। তবে ঘুমের ঘোরে কিছুই লিখতে পারেনি বলে জানা গেছে।