বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর দারিদ্র্য বিমচন সংস্থার মত বিনিময় সভা

By মেহেরপুর নিউজ

July 16, 2017

মেহেরপুর নিউজ, ১৬ জুলাই : মেহেরপুর দারিদ্র্য বিমচন সংস্থার উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কুতুবপুর ইউনিয়ন পরিষদ ও ৯টি সমৃদ্ধি কেন্দ্রের সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকালে মেহেরপুর দারিদ্র্য বিমচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ এর কার্য্য পর্ষদের সদস্য ড. এম এ কাশেম. প্রফেসর শফি আহম্মেদ, উপ ব্যবস্থপনা পরিচালক (প্রশিক্ষন) ড. জসিম উদ্দীন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জায়েদা আহমদ, মেহেরপুর জেলা পরিষরদের সদস্য ইমতিয়াজ আহম্মেদ মিরন। বক্তব্য রাখেন জাফিরন নেছা, গোলাম কাউছার, রশিদা খাতুন প্রমূখ। এর আগে পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ মেহেরপুর দারিদ্র্য বিমচন সংস্থার উদ্যোগে উজলপুর গ্রামে সমৃদ্ধি কেন্দ্র্রের উদ্বোধন করেন। পরে তিনি একই ইউনিয়নের শিবপুর গ্রামে ডিবিএসএর বিভিন্ন কার্য্যক্রম পরিদর্শন করেন। পিকেএসএফ এর কার্য্য পর্ষদের সদস্য ড. এম এ কাশেম. প্রফেসর শফি আহম্মেদ, উপ ব্যবস্থপনা পরিচালক (প্রশিক্ষন) ড. জসিম উদ্দীন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জায়েদা আহমদ,দারিদ্র্য বিমচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সমš^য়কারী জালাল উদ্দীন সেখানে উপস্থিত ছিলেন। এদিকে এর আগে পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ উজলপুর গ্রামে পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।