বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ধর্ষিত প্রতিবন্ধীর সন্তান প্রসব

By মেহেরপুর নিউজ

July 23, 2018

মেহেরপুর নিউজ, ২৩ জুলাই: মেহেরপুর গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের ধর্ষিত সেই প্রতিবন্ধী পুত্র সন্তানের জন্ম দিয়েছে। বর্তমানে নবজাতককে নিয়ে সে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুস্থ্য রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুলা গ্রামের খেজমত আলীর ছেলে আনারুল মেহেরপুর গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের মৃত মাহাতার আলীর প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করার ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে গাংনী থানায় মামলা দায়েরের পর ধর্ষক আনারুল ইসলাম কে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় ।

জানা গেছে, গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের মৃত মাহাতার আলীর মেয়ে প্রতিবন্ধী ফোরকাতুন। ৩ মেয়ের মধ্যে সে দ্বিতীয়। তার মা সংসারের খরচ যোগাতে ৩ মেয়েকে গ্রামের বাড়ি রেখে ঢাকায় লোকের বাড়িতে কাজ করে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুলা গ্রামের খেজমত আলীর ছেলে আনারুল ব্রজপুর গ্রামের নাসির উদ্দীনের মেয়ে জাম্বিয়াকে বিয়ে করে ঘর জামায় হিসাবে বসবাস করে আসছে। এদিকে গত ১০ নভেম্বর ২০১৭ ইং তারিখ রাতে আনারুল প্রতিবন্ধী ফোরকাতুন এর ঘরে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এছাড়াও চলতি সালের ১০ জানুয়ারি পর্যন্ত একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এদিকে ফোরকাতুনের শারীরিক গঠন পরিবর্তন দেখে আনারুল তার স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে চলে যায়। পরে ফোরকাতুনের মা ঢাকা থেকে বাড়ি ফিরে আসলে তাকে সমস্ত ঘটনা খুলে বলার পর গত মঙ্গলবার ফোরকাতুনের মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৫। ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত ০৩/৯ (১)। মামলার পরপরই গাংনী থানার এসআই আব্দুল হকের নেতৃত্বে পুলিশ গরুলা গ্রামে অভিযান চালিয়ে আনারুলকে আটক করে।