বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার রেড ক্রিসেন্টের প্রতিনিধি হিসাবে সৌদি আরবে যাচ্ছেন

By মেহেরপুর নিউজ

July 21, 2023

মেহেরপুর নিউজ :

আন্তর্জাতিক সম্মেলনে যােগ দিতে রেড ক্রিসেন্টের প্রতিনিধি হিসাবে সৌদি আরবে যােগ দিতে যাচ্ছেন মেহেরপুর নিউজের প্রকাশক ও সম্পাদক পলাশ খন্দকার। সম্মেলনে যােগ দিতে তিনি আগামী ২২ থেকে ২৬ জুলাই সৌদি আরবের জেদ্দার হোটেল হিল্টন ( Hilton) এ অবস্থান করবেন। মোট ৪০ দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ গ্রহণ করবেন।

সম্মেলন শেষে তিনি ওমরাহ পালন করবেন। এসময় ওই দেশে অবস্থানকালে সৌদি আরবে অবস্থানরত মেহেরপুরের প্রবাসিরা মেহেরপুর নিউজের পাঠক ও শুভাকাঙ্ক্ষী সম্পাদক পলাশ খন্দকারের যোগাযোগ করতে পারবেন। হোয়াটসআপ (WhatsApp) ০১৭১৬-৭৬০৫৯৯