বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান (১৪তম পর্ব)

By মেহেরপুর নিউজ

April 06, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পবিত্র রমজানের ১৪ তম দিনে “কুরআন নাযিলের প্রেক্ষাপট আজমত ও মোহাব্বত” বিষয়ের উপর আলোচনা করা হয়। এতে আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন গোকুলখালী আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক মুফতি মাহমুদুল হাসান।পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেহেরপুর মাদরাসাতুল হাসানাইন মাদরাসার ছাত্র মোঃ মোহাম্মদ সুলায়মান হুসাইন। গজল পরিবেশন করেন মেহেরপুর। মাদরাসাতুল হাসানাইন মাদরাসা ছাত্রঃ- মোঃ মোহাম্মদ ওমর ফারুক।