মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয।যাকাত কাকে দেওয়া যাবে ও কাকে দেওয়া যাবেনা, এবং মাদরাসাতে যাকাত দেওয়ার বিধান।এতে আলোচক হিসেবে আলোচনা করেন শেখ পাড়া গোরস্থান পাড়া হাজী রাবেয়া জামে মসজিদের ইমাম ও খতিব, ঝাউবাড়ীয়া দারুল উলুম কওমী মাদরাসার শিক্ষক এবং মেহেরপুর পৌর ইমাম পরিষদের উপদেষ্টা মুফতী সাদীকুর রহমান।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন মেহেরপুর থানাপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র মোহাম্মাদ আব্দুল্লাহ আল জুবায়ের।গজল পরিবেশন করেন মেহেরপুর থানাপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র মোহাম্মদঃ আব্দুস সামি।