বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান (১৭তম পর্ব)

By মেহেরপুর নিউজ

April 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রনিবার বেলা ১১ টায় মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয।”তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন আলোচকঃ বামন পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং মেহেরপুর পৌর ইমাম পরিষদের প্রকাশনা সম্পাদকঃ হাফেজ মাওলানা মামুনুর রশিদ।

তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা দারুল উলুম মাদরাসার ছাত্র মোহাম্মাদ আনোয়ার হোসেন।গজল পরিবেশন করবেন আল্লারদর্গা মাদরাসার ছাত্র মোহাম্মদঃ রেজ‌ওয়ান।