বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান (১৮তম পর্ব)

By মেহেরপুর নিউজ

April 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ১৮ তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। “যাকাতের গুরুত্ব ও কোন কোন জিনিসের উপর যাকাত ওয়াজিব, এবং যাকাতের নেসাব ও সমসাময়িক মাসায়েল”বিষয়ের উপর আলোচনা করেন মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক,মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর পৌর ইমাম পরিষদের উপদেষ্টা মুফতি হাফিজুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেহেরপুর কোটপাড়া ইন্তেবাহুল উম্মাহ মাদরাসার ছাত্র মোহাম্মাদ তামিম ইকবাল।গজল পরিবেশন করেন মেহেরপুর কোটপাড়া ইন্তেবাহুল উম্মাহ মাদরাসার ছাত্র মোহাম্মদ শামীম।