বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান (২৩ তম পর্ব)

By মেহেরপুর নিউজ

April 15, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ২৩ তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। দোয়ার গুরুত্ব ফাজায়েল ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিয়াদা পাড়া জামে মসজিদের খতিব ও মেহেরপুর পৌর ইমাম পরিষদের সহকারী সাধারণ সম্পাদক মুফতি নুরুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামিয়া ইসলামিয়া মাদরাসার ছাত্র মোহাম্মদ হাফেজ আইমান। গজল পরিবেশন করেন বায়তুল জামিয়া ইসলামিয়া মাদরাসার ছাত্র মিজানুর রহমান।