বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান (২৪তম পর্ব)

By মেহেরপুর নিউজ

April 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ২৪তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। তওবা ও ইস্তেগফারের গুরুত্ব ও ফাজায়েল বিষয়ে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদবিল বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব এবং মেহেরপুর পৌর ইমাম পরিষদের সদস্য মুস্তাক আহমাদ।

তেলাওয়াত করেন ময়ামারী মাদরাসাতুল মদিনার ছাত্র মোহাম্মদ সজিবুর রহমান। গজল পরিবেশন করেন ময়ামারী মাদরাসাতুল মদিনার ছাত্র মোহাম্মদ সবুজুর রহমান,