বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান (২৬তম পর্ব)

By মেহেরপুর নিউজ

April 18, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ২৬ তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। ইলেম ও উলামায়ে কেরামের গুরুত্ব ও ফাযায়েল বিষয়ের উপর আলোচনা করেন মেমেহেরপুর তাহের ক্লিনিক পাড়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবু বকর।তেলাওয়াত করেন নতুন পাড়া উসওয়াতুল হাসানা দারুল উলুম ক‌ওমী মাদরাসা ছাত্র মোহাম্মদ শাফী। গজল পরিবেশন করেন নতুন পাড়া উসওয়াতুল হাসানা দারুল উলুম ক‌ওমী মাদরাসা ছাত্র মোহাম্মদ মাইন আহমেদ।