বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান (২৭তম পর্ব)

By মেহেরপুর নিউজ

April 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ২৭ তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয।শাওয়াল মাসের ফজিলত ও আমল সমূহ বিষয়ের উপর আলোচনা করেন আলোচনা করেন যতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদরাসা শিক্ষক, কোমরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রবিউল ইসলাম।পবিত্র কোরান তেলাওয়াত করেন নতুন পাড়া উসওয়াতুল হাসানা দারুল উলুম ক‌ওমী মাদরাসা ছাত্র মোহাম্মদ বুরহান উদ্দিন।গজল পরিবেশন করেন নতুন পাড়া উসওয়াতুল হাসানা দারুল উলুম ক‌ওমী মাদরাসা ছাত্র মোহাম্মদ সাইদ রুমি।