সম্পাদকীয় ও উপ সম্পাদকীয়

মেহেরপুর নিউজ মেহেরপুর ইতিহাসের একটি অংশ . . . . . . . বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ রবিউল আলম

By মেহেরপুর নিউজ

March 26, 2015

মেহেরপুর নিউজ,২৬ মার্চ: ৬বছরে মেহেরপুর নিউজের পথচলা নিয়ে মেহেরপুর নিউজের সাথে একান্ত আলাপচারিতায় মিলিত হলেন মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক মুক্তিবাণীর নির্বাহী সম্পাদক মুহম্মদ রবিউল আলম। বুধবার রাতে মেহেরপুর প্রেসক্লাবে মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিনের সাথে তিনি একান্ত আলাপচারিতায় মিলিত হন। এ সময় মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার মুজাহিদ মুন্না সেখানে উপস্থিত ছিলেন। আলাপচারিতায় মেহেরপুর নিউজের বিভিন্ন বিষয়, জেলার ইতিহাস ঐতিহ্য, জেলা বিশিষ্ট ব্যাক্তিবর্গদের নিয়ে প্রায় ঘন্টাখানেক আলোচনা হয়।আলোচনার চুম্বক অংশ মেহেরপুর নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো:আলাপচারিতার মধ্যে মুহম্মদ রবিউল আলম বলেন, মেহেরপুর নিউজ মেহেরপুর ইতহিাসের একটি অংশ হয়ে গেছে। দীর্ঘ ৬ বছর ধরে মেহেরপুর নিউজ অনেক বাধা অতিক্রম করে মেহেরপুরের মানুষের জন্য একটি যুগান্তকারী কাজ করে চলেছে। মেহেরপুর নিউজ তাদের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে মেহেরপুর বাসীকে আরো অনেক কিছু দেবে বলে তিনি আশা ব্যাক্ত করেন। তিনি বলেন, মেহেরপুর নিউজের বর্তমান অগ্রযাত্রার সাথে জেলার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে কাজ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, জেলায় অনেক বিখ্যাত,গুনী মানুষ রয়েছে। সাহিত্য, সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে জেলার কৃতি সন্তানরা মেহেরপুরকে সমৃদ্ধ করেছেন। তাদের জীবনীগাথা নিয়েও মেহেরপুর নিউজকে কাজ করার আহবান জানান। এছাড়াও নানা বিষয়ে তিনি মেহেরপুর নিউজ পরিবারকে পরামর্শমূলক তথ্য দেন। মেহেরপুর পরিবার ওতার আহবানকে মূল্যায়ন করে আগামীদিনে জেলার ইতহিাস, ঐতিহ্যসহ সকল বিষয়গুলোকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।