বিশেষ প্রতিবেদন

মেহেরপুর নিউজ ও প্রথম আলো’ তে মেহেরপুরে বাল্য বিয়ে সংবাদে-মঙ্গলবার ২৯ মে ইউএনও, ওসি ও দুই পৌর কাউন্সিলরকে হাইকোর্টে স্বশরীরে তলব

By মেহেরপুর নিউজ

May 28, 2012

ফলোআপ মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: মেহেরপুর শহরে বাল্য বিবাহ দেওয়ার ঘটনায় মহামান্য হাইকোর্ট মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সহ মেহেরপুর পৌরসভার দুই কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ও মনিরুল ইসলাম মনিকে স্বশরীরে  মঙ্গলবার ২৯ মে তলব করে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে। ২১ মে দৈনিক প্রথম আলোয়“মেহেরপুরে দুই কাউন্সিলর দায়িত্ব নিয়ে বাল্য

বিয়ে দিল” শিরোনামে পত্রিকার শেষ পাতায় একটি রিপোর্ট ছাপা হলে সকালে হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই নির্দেশের পাশাপাশি রুল জারি করেন। আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবি অবন্তী নুরুল ও আবু ওবায়দুর রহমান প্রথম আলোতে প্রকাশিত সংবাদটি হাইকোর্টের দৃষ্টিতে আনলে আদালত সংক্ষিপ্ত শুনানী শেষে আদালত এই রুল জারী করেন। সংক্ষিপ্ত শুনানী শেষে আদালত বাল্য বিবাহ দেওয়ার অভিযুক্তদের বিরুদ্ধে কেন আইনগত ব্যাবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়েছেন। পাশাপাশি স্বরাস্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মেহেরপুর জেলা

প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসি ও দুই কাউন্সিলরকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে। উল্লেখ্য- গত ১৯ মে শনিবার মেহেরপুর শহরের বোষপাড়ার আসাদুলের ১৩ বছরের মেয়ে বৃস্টির সাথে নতুনপাড়ার বরুনের ছেলে শহীদুলের সাথে এই বাল্য বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে মেয়ের অমত ছিল। উভয়ের পরিবার এই বাল্য বিয়ে পড়াতে আইনী ভয় পাচ্ছিল। কিন্তু

মেহেরপুর পৌরসভার দুই কাউন্সিলর ১ নং ওয়ার্ডের মনিররুল ইসলাম ও ২ নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন এই বিয়ের ক্ষেত্রে আইনী সমস্ত বাঁধা মোকাবিলার দায়িত্ব নেন। সাংবাদিকরা বাল্য বিয়ে বন্ধে কাউন্সিলরদের বললে কাউন্সিলর মামুন জানান- একটা গরীবের মেয়ের বিয়ে হচ্ছে, এতে সাংবাদিকদের এত মাথ্যা ব্যাথা হচ্ছে কেন। কাউন্সিলর মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন- মেয়ে ছোট হলেও পাত্র ভাল। এই বিয়েতে অসুবিধা কি বিয়ে হবে। আইন প্রসঙ্গে বলেন- আইনে অনেক কিছুই থাকে। কিন্তু আইন কি পারে সমস্ত বাস্তবতার সমাধান দিতে। ফলে এই বিয়ে হবেই। বিষয়টি সদর উপজেলার নির্বাহী অফিসার শাহ মোমিনকে জানালে তিনি বলেন- এই ব্যাপারে পুলিশকে ব্যাবস্থা নিতে ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান- এই বাল্য বিয়ে বন্ধে পুলিশ দুদফা ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু দুই পৌর কাউন্সিলরের কারনে বিয়েটি বন্দ করা যায়নি। তারা দু’বারই পুলিশকে ঘটনাস্থল থেকে ফেরৎ পাঠিয়ে দিয়েছে। সে কারণেই বাল্য বিয়েটি বন্ধে পুলিশের ভূমিকা কাজে লাগেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান- এই বাল্য বিবাহকে মিথ্যা প্রমান করে নিজেদেরকে রক্ষা করতে প্রশাসন বিভিন্নজনকে নানাভাবে চাপ প্রয়োগ করে  । গত ২২ মে মঙ্গলবার জেলা প্রশাসনের এক কর্মকর্তার নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন বিবাহ রেজিস্টারের কাছে গিয়ে “এলাকায় কোন বাল্য বিয়ে হয়নি” মর্মে চাপ পূর্বক তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করেছে। অনেক বিবাহ রেজিস্টারের খাতা জব্দ করে নিয়ে গেছে। অভিযোগ আছে- প্রশাসনের কর্মকর্তারা ছেলে এবং মেয়ের বাড়ি গিয়ে তাদের উপর চাপ করে বিয়ে হয়নি এমন কথা বলতে বাধ্য করিয়েছে। অভিযুক্ত দুই কাউন্সিলর পৌরসভা কর্তৃপক্ষকে দিয়ে এমন বিয়ে শহরে হয়নি মর্মে সনদ দিয়ে নানাভাবে চাপ দেয়। গত ২২ মে ঢাকা থেকে আগত একটি গোয়েন্দা সংস্থা পুরো বিষয়টি পর্যবেক্ষন ও অনুসন্ধানের জন্য মেহেরপুরে  দুই দিন অবস্থান করে অনুসন্ধা চালান। তারা জোর করে একটি সত্য ঘটনাকে মিথ্যা প্রমান করতে প্রশাসনের এমন কার্যক্রমে অসন্তুস্ট বলে জানা গেছে।