বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নীল মোড়কের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

October 22, 2019

নীল মোড়কের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নীল মোড়ক একটি সংগঠন একটি পরিবার, যারা মানুষকে ফ্রিতে বই পড়ার সুযোগ দেয়, শুধু বই পড়ার সুযোগই দেয় না, নীল মোড়ক পরিবারের সদস্যরা মানুষের বাসায় বাসায় গিয়ে বই দিয়ে আসে, এবং সেই বই পড়া হয়ে গেলে আবারো যেয়ে ফিরিয়ে নিয়ে আসে এবং আবারও নতুন বই দিয়ে আসে।

২০১৭ সালের ২২ অক্টোবর এই নীল মোড়ক পরিবারের যাত্রা শুরু হয়।  মঙ্গলবার বিকেলে মেহেরপুরের ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি মাঠ প্রাঙ্গনে নীল মোড়কের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নীল মোড়কের সদস্যরা।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন  ছিল। প্রতিষ্ঠা বার্ষিকী  অনুষ্ঠানে লিমন এর সভাপতিত্বে নীল মোড়কের সদস্য শ্যামলী ও জামিরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্বাশত নিপ্পন চৌধুরী, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক খাইরুল ইসলাম মিঠুন, কলেজ ছাত্র ফিরোজ আহমেদ, সহকারী লাইব্রেরীয়ান ইমদাদুল হক।

বক্তব্যের পর অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন রিপন। উপস্থিত ছিলেন নিল মোড়ক পরিবারের ফয়সাল, ফারজানা, রিপন সহ সকল সদস্য।