বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পবিবেশক ব্যবসায়ী সমবায় সমিতির অন্তবর্তী কমিটির অনুমোদন

By Meherpur News

May 22, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পবিবেশক ব্যবসায়ী সমবায় সমিতির ৩ সদস্য বিশিষ্ট অন্তবর্তী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সদর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান এ প্রজ্ঞাপন জারি করেন। মেহেরপুর পবিবেশক ব্যবসায়ী সমবায় সমিতি লি: হোটেল বাজার, সদস্য সদস্য নং ১৮ মোঃ শামীমুল ইসলাম কে সভাপতি ও সদস্য নং ১০ মোঃ সুরত আলী এবং সদস্য নং ১১ মো: রেজাইল হক (লিটন) কে সদস্য করে কমিটির দেওয়া হয়েছে।