বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী জোনাল অফিসে ক্ষুব্ধ বিদ্যুত গ্রাহকরা তালা ঝুলিয়ে দিয়েছে

By মেহেরপুর নিউজ

March 27, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম ২৭ মার্চ:

মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী জোনাল অফিসে ক্ষুব্ধ বিদ্যুত গ্রাহক সাধারণ তালা ঝুলিয়ে দিয়েছে। শনিবার  তালা ঝুলিয়ে দেয়ার সময় পৌর মেয়র আহম্মদ আলী বলেন, ‘বিদ্যুত দাও না হলে অফিস গুটিয়ে নাও’।

জানা গেছে, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির মাধ্যমে মেহেরপুরের গাংনী পৌর এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের বিদ্যুত দেয়া হয়। সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং তো বেড়েছ-ই, এরপর শুরু হয়েছে সন্ধ্যায় যাওয়া আর না ফেরার অসহনীয় যন্ত্রণা। এ কারণেই ক্ষুব্ধ গ্রাহক সাধারণ গতরাতে সংগঠিত হয়ে বিদ্যুতের জোনাল অফিসে গিয়ে ঝুলিয়ে দেয় তালা।

তালা ঝুলিয়ে দেয়ার সময় ক্ষুব্ধ গ্রাহক সাধারণ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর বিদ্যুত চলে যায়, ফেরে সকালে। গাংনীতে কেনো বিদ্যুত বিহীন রাত? এ প্রশ্নের জবাব চাওয়া হলে পল্লী বিদ্যুত অফিস থেকে বলা হয়, কুষ্টিয়ার ইনকামিং লাইনে ফল্ট। এরপর আবার বৃহস্পতিবার একই অবস্থার সৃষ্টি হয়। সে দফাও অভিন্ন ত্রু টির কথা জানানো হয়। গতরাতে আবার বিদ্যুত যাওয়ার সেই আলামত দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহক সাধারণ। তারা পৌর মেয়রের নেতৃত্বে ছুটে গিয়ে জোনাল অফিসে তালা ঝুলিয়ে দেন।