বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পিবিএস’র জুনিয়র ইঞ্জিনিয়র নন্দ কিশোর দাসকে মারধরের দায়ে দুই লাইনম্যান বরখাস্ত

By মেহেরপুর নিউজ

April 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ এপ্রিল: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়র নন্দ কিশোর দাসকে মারধরের দায়ে লাইনম্যান রবিউল ইসলাম ও ফারুক হাসানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।  সমিতির জেনারেল ম্যানেজার তাদের বরখাস্ত করে পত্র প্রদান করেছেন । অভিযোগ সুত্রে জানা গেছে, নন্দ কিশোর দাস মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়র হিসেবে কর্মরত। তার অধিনস্থ কর্মচারী অর্থাৎ লাইনম্যান গ্রেড-১ রবিউল ইসলাম ও লাইনম্যান গ্রেড-২ মারুফ হাসানের সাথে গত সোমবার সন্ধ্যায় দিঘিরপাড়া ভাড়া বাসার সামনে তর্ক বাধে। এক পর্যায়ে লাইনম্যানদ্বয় নন্দ কিশোর দাসকে মারধর করেন। ওই রাতেই আহত অবস্থায় নন্দ কিশোর দাসকে ভর্তি করা হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান। নন্দ কিশোর দাস জানিয়েছেন, সমিতির কাজকর্ম পরিচালনার বিষয়ে তাদের সাথে কথাবার্তার এক পর্যায়ে তারা দুজন মিলে তাকে মারধর করে। সমিতি পরিচালনা নীতি অনুযায়ী অভিযুক্ত দুই লাইনম্যান রবিউল ইসলাম ও মারুফ হাসানকে সাময়িক বরখাস্ত করেছেন জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) আলী হোসেন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।