বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পিরোজপুরে আখ মাড়াই কলের ফিতায় জড়িয়ে এক বৃদ্ধ আহত

By মেহেরপুর নিউজ

December 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর:

আখ মাড়াইয়ের কলের ফিতায় জড়িয়ে ইজারুল বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধ মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে ওই ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামের আনছার আলীর ছেলে ইজারুল বিশ্বাস ঘটনার দিন পিরোজপুর গ্রামে আখ মাড়াই কলে আখ ঢুকাবার সময় অসাবধান বসে ফিতায় হাত জড়িয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন।