কৃষি সমাচার

মেহেরপুরের পিরোজপুর মাঠে পান ও কলা কেটে তছরূপ

By মেহেরপুর নিউজ

August 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের পলির মাঠে শত্রুতা করে কে বা কারা  কছিমুদ্দিনের ছেলে হাফিজুদ্দিনের পান বরজ ও কলাক্ষেত কেটে তছরূপ করেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামের কছিমুদ্দিনের ছেলে হাফিজুদ্দিনের পার্শ্ববর্তী পিরোজপুর গ্রামের পলির মাঠে এক বিঘা পানের বরজ ও পাশাপাশি পঁচিশ কাঠা জমিতে লাগানো কলার ক্ষেত কেটে তছরূপ করেছে দূবৃত্তরা। বৃহম্পতিবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতা করে তাদের পান বরজ কেটে তছরূপাত করে । আজ শুক্রবার সকালে ক্ষতিগ্রস্থ পান বরজ ও কলার ক্ষেত দেখে ক্ষেত মালিক হাফিজুদ্দিন কান্নায় ভেঙে পড়ে। এতে ক্ষতির পরিমান ৩ লাখ টাকা বলে  ক্ষেত মালিক হাফিজুদ্দিন জানিয়েছেন। ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো।