বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ১১ তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে ১১ তম ব্যাচ এর উদ্বোধন করা।

পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা বাংলাদেশ, পুলিশের নায়েক,কনস্টেবলদের সপ্তাহ ব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের ১১ তম ব্যাচের উদ্বোধন করেন। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), কামরুল আহসান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহসান খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। সপ্তব্যাপী প্রশিক্ষণে ৩৫ জন নায়েক,কনস্টেবল অংশগ্রহণ করছেন।