আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ : মেহেরপুর জেলার তিন থানার পুলিশ ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী বামনপাড়ার আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন মামলার ৯ জন আসামীকে আটক করেছে। জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা পৃথক অভিযান চালিয়ে শহরের বেড় পাড়া থেকে উদ্ধার করেছে ১০ গ্রাম হেরোইন এবং বুড়িপোতা গ্রাম থেকে ৭০ গ্রাম গাঁজা। আটককৃতদের মধ্যে অন্যান্যেদের মধ্যে রয়েছে, জিআর মামলার ০৬ জন এবং সিআর মামলার ০১ এবং নিয়মিত মামলার ০১ জন রয়েছে। জেলা পুলিশ কন্টোলরুম জানান,মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত মেহেরপুর তিন থানা পুলিশ,জেলা ডিবি পুলিশ,ফাঁড়ি পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে জি আর মামলার ০৬ জন এবং সি আর মামলার ০১ এবং নিয়মিত মামলার ০১ জন আসামীকে করা হয়েছে। অপর দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে টাকা আত্নসাৎ মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আ: রাজ্জাককে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটক আ: রাজ্জাক মেহেরপুর সদর থানার সিআর ৪২০/৪০৬ ধারার সাজাপ্রাপ্ত আসামী বলে পুলিশ জানিয়েছেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,আটক আ:রাজ্জাক একজন প্রতারক। সে প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত আসামী। রাজ্জাক দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলো। মঙ্গলবার স›দ্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এস আই মকবুল হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল বামনপাড়া গ্রামে অভিযান চালায়। পুলিশ নিজ বাড়ি থেকে মৃত একছেদ আলীর ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আ: রাজ্জাককে আটক করে সদর থানায় নিয়ে আসে। অপরদিকে একই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহেরপুর সদর থানার এস আই মকবুল হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ছিনতাই মামলার আসামি আশরাফপুর গ্রামের চান্দু’র ছেলে রহিমকে সাহেবপুর বাজার থেকে আটক করে। যার মামলা নং:১৭/০৬। ধারা ৩৯২।