বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের ২ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

August 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেন বিপুল অন্যত্র বদলি এবং প্রধান সহকারী বিমল কৃষ্ণ কুন্ডু চাকরি থেকে অবসর গ্রহণ করাই তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে দুজনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম (পিপিএম-সেবা)’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান বিদায়ী সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেন বিপুল, প্রধান সহকারী বিমল কৃষ্ণ কুন্ডু প্রমূখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করা হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।