করোনাভাইরাস

মেহেরপুর পুলিশ প্রশাসনের অসহায়, দরিদ্র মানুষদের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

March 31, 2020

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাসের বিস্তার রোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলায় অসহায় দরিদ্র দিনমজুর মানুষদের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে মেহেরপুরের পুলিশ প্রশাসন।

মঙ্গলবার রাতে দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় রিকশা চালক, ভ্যানচালক, দিনমজুর,  শ্রমিকসহ দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, চিনি সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ডিবির ওসি ওবায়দুর রহমান, ডিবির ইন্সপেক্টর জুলফিকার আলী, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সময় সেখানে উপস্থিত ছিলেন।