রাজনীতি

মেহেরপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাবেক সম্পাদক বিপুল কারামুক্তি শেষেবাড়ি ফিরেছেন

By মেহেরপুর নিউজ

December 05, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর: দীর্ঘ ২৪৭ দিন জেল হাজতে থাকার পর  অবশেষে রোববার সন্ধ্যায় কারামুক্তি শেষে বাড়ি ফিরেছেন মেহেরপুর পৌরসভায় ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল। চলতি সালের ১ এপ্রিল সন্ধ্যা রাতে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও শহর যুবলীগের সম্পাদক মিজানুর রহমান রিপন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ পুলিশ তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে আটক করেছিল। বিপুল আটক হওয়ার পর পর্যায়ক্রমে তার নামে হত্যা, ডাকাতি, বোমা হামলাসহ  ৪ টি মামলা হয়। হাই কোর্ট থেকে রিপন হত্যা মামলায় এবং জর্জকোট থেকে ৩ টি মামলায় তিনি জামিন লাভ করেন। বৃহস্পতিবার মুক্তি পাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বিপুলের নিকট আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষীরা সকাল থেকেই মেহেরপুর জেল গেটে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ অপেক্ষার পর তারা জানতে পারেন যে, আটক বিপুলকে গত বছরের ৬ সেপ্টম্বর মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের ৩ বাড়িতে ডাকাতি ও ডাকাতদলের ছোড়া গুলিতে ওই গ্রামের আরশাদ আলীর ছেলে হাসিবুল ইসলাম ওরফে বাবু হত্যা সংক্রান্ত মুজিবনগর থানার একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ওই খবর শোনার পর পরই মোটর শ্রমিকরা মেহেরপুর বাসস্ট্যান্ডে ফিরে আন্তঃ জেলার সব রুটে বাসচলাচল বন্ধ করে দেয়। তারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে এবং বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে বিপুল পরিমান পুলিশ বাসস্টান্ড পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এসময় শ্রমিকরা অবরোধ তুলে নিলেও সব রুটে বাস চলাচল বন্ধ থাকে। এছাড়াও মেহেরপুর পৌরসভার সাবেক পৌর প্যালেন মেয়র রিপন হত্যার অভিযোগে আটক মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিপুলের নামে একের পর এক মামলা দায়েরের প্রতিবাদে ও মুক্তির দাবিতে ওইদিন সন্ধ্যায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে বিপুলের মা শাহিদা বেগম পান্না ও একমাত্র শিশু পুত্রকে সাথে নিয়ে তার স্ত্রী বেলি খাতুন আমরন অনশন শুরু করে। তরে মেহেরপুর পুলিশ সুপারের হস্তক্ষেপে তারা কিছুক্ষনের মধ্যে অনশন ভঙ্গ করে বাড়ি ফিরে যায়। অবশেষে গতকাল বিপুল জামিন লাভ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। জেল গেটে তার মা শাহিদা বেগম পান্নাসহ এলাকাবাসী তাকে স্বাগত জানান।