রাজনীতি

মেহেরপুর পৌরসভার প্রার্থীদের গন সংযোগ অব্যাহত

By মেহেরপুর নিউজ

December 25, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর:

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর পৌরসভার ৫ মেয়র প্রার্থী তাদের গন সংযোগের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। প্রচন্ড শীতকে  উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বর্তমান মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান বিএনপি’র একাংশের প্রার্থী আব্দুর রহমান এবং বিএনপি’র অপর অংশের প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস এবং পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মোসলেম আলীকে কখনো একা, আবার কখনো নেতা কর্মীদের নিয়ে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি ভোটার ও অভোটারদের কাছে দোয়া চাচ্ছেন। বর্তমান মেয়র মতু শুক্রবার শহরের বাসস্ট্যান্ডপাড়া, স্টেডিয়ামপাড়া, গোরস্থানপাড়া, ঘোষপাড়া, তাঁতিপাড়া, অ্যাড. ইয়ারুল ইসলাম বাসস্ট্যান্ডপাড়া,হোটেল বাজার পাড়া, মল্লিকপাড়া, কলেজপাড়া, গোরস্থানপাড়া, আব্দুর রহমান শহরের কাঁচাবাজার, মন্ডলপাড়া, মল্লিকপাড়া, জাহাঙ্গীর বিশ্বাস বেড়পাড়া, তাঁতিপাড়া, নতুনপাড়া, ঘোষপাড়ায় ব্যাপক গন সংযোগ করেন। অপরদিকে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত পৌর নির্বাচনের অপর প্রার্থী)মোসলেম আলী শহরের হালদারপাড়া, বেড়পাড়া, কালাচাঁদপুর, খাঁপাড়াসহ বিভিন্ন এলাকায় গন সংযোগ করেছেন। এদিকে পৌর নির্বাচনের ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলররা প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট ও দোয়া চেয়ে ফিরছেন। সন্ধ্যার পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে বেশ কিছু এলাকায় শ্লোগান দিয়ে পাড়া-মহল্লা প্রদক্ষিণ করতে দেখা গেছে। নির্বাচনের পূর্বে মিছিল করা  নির্বাচনী আইনের লংঘন হলেও তা আনেক কর্মীরা তোয়াক্কা করছে না। একই সাথে পাড়া-মহল্লায় প্রার্থীদের অফিস গড়ে ওঠায় অফিস গুলিতে মধ্যরাত পর্যন্ত চায়ের আসর বসার কারনে বাজারের চায়ের দোকানগুলোতে আশংকাজনক হারে চা বিক্রি কমে যাচ্ছে।