বিশেষ প্রতিবেদন

মেহেরপুর পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হচ্ছে পানির গ্রাহকরা । সাত মাস ধরে পানির জন্য হাহাকার!

By মেহেরপুর নিউজ

September 19, 2012

পানির অপর নাম জীবন। মেহেরপুর পৌরসভার পানি শাখার গ্রাহকদের জীবন রক্ষা দায় হয়ে পড়ছে। বাসাবাড়ি, অফিস-আদালত, হোটেল রেঁস্তোরাগুলো পানি সংকটে সমস্যার সম্মুখিন। পৌর নাগরিক সভ্যতা বিকিয়ে যেতে বসেছে। গৃহস্থালী কাজে পানি না পেয়ে রান্না-বাড়ার কাজে নিকটবর্তী টিউবয়েলে ছুটতে হচ্ছে। অনেককে গোসলের পানির জন্য ছুটতে হচ্ছে নিকটবর্তী পুকুরে। পৌর পানিশাখার ৮টি পাম্পের ৪টি বিকল ও পানির লেয়ার নিচে নেমে যাওয়াতে পানি সরবরাহে সমস্যা হচ্ছে বলে কর্ত্তৃপক্ষের দাবী। পৌরবাসী পানি না পেলেও গ্রাহকদের নিয়মিত পানির বিল পরিশোধ করতে হচ্ছে। মেহেরপুর পৌর এলাকার পানি সমস্যা নিয়ে রিপোর্ট-করেছেন আমাদের সিনিয়র ষ্টাফ রিপোর্টার আবু আক্তার। পাঁচ লাখ জনসংখ্যার মেহেরপুর পৌরসভার পানি শাখার অধিনে ৩হাজার ৮’শ সরকারী-বেসরকারী অফিস আদালত ও বাড়িতে পানি সরবরাহের সংযোগ রয়েছে। এসব সংযোগ পাওয়া গ্রাহকের জন্য মোট পানির চাহিদা ৬০ লাখ লিটার কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় ৪০ লাখ লিটার। পাম্প মেশিনগুলো

ঠিকমত সচল না থাকার কারনে পানি সরবরাহ করতে পারছেনা। দির্ঘদিন থেকে চলে আসছে এই অবস্থা। গ্রাহকরা পানি সংকট মোকাবেলায় অনেকেই বিকল্প ব্যাবস্থা হিসেবে বাড়িতে টিউবয়েল বসাতে বাধ্য হয়েছে। সামর্থবানরা বিদ্যুৎ সংযোগ নিয়ে পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ থেকে পানি সংগ্রহ করছে। এবং টিউবয়েলে পানির সাথে ওঠা আর্সেনিকযুক্ত পানি পানে বাধ্য হচ্ছে। পানির গ্রাহক আবু ইমাম জানান, আমরা ছয় সাত মাস ধরে ঠিক মত পানি পাচ্ছি না । যদিও পাওয়া যায় পর্যাপ্ত নয়। পানির গতি না তাকার কারণে ওপর তলায় পানি ওঠেনা কোনদিন। তাই আমি এখন মটরের মাধ্যমে পানি উত্তোলনের ব্যাবস্থা করেছি। পানির গ্রাহক ও গৃহীনি কল্পনা খাতুন জানান, দির্ঘদিন থেকেই পানি পাওয়া যাচ্ছে না। পানির খুব সমস্যা। সে কারনে আমাদের বাসা বাড়িতে রান্না-বান্না খাওয়া ও গোসল করা খুব সমস্যা হয়। যদি পানির সমস্যাটা দূর করা যায় তাহলে আমাদের পক্ষে খুব ভাল হয়। পানির গ্রাহক নাহিদ জানান, দোতালায় দুরের কথা নিচের তলাতেই পৌরসভার সংযোগে সরবরাহকৃত পানি পাচ্ছিনা। টিউবয়েলের পানিতে আর্সেনিক আছে। ওই পানি দিয়েই গৃহস্থালীর কাজ সহ খেতে হচ্ছে পানি না পাবার কারণে। নিয়মিত বিল দিচ্ছি প্রতিমাসে কিন্তু পানি মেলেনা। মেহেরপুর পৌরসভার পানি সরবরাহ শাখা সুপারভাইজার রানা আহমেদ মেহেরপুর নিউজ কে বলেন, ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে যাওয়ায় পানি পাওয়া

যাচ্ছে না। তাছাড়া ৮টি পাম্পের মধ্যে ৪টি বিকল থাকাটাও একটি কারণ। ৪টি পাম্পের ভিতরে একটি পাম্প সবচেয়ে বেশি পানি উত্তলন করে বাকি ৩টি পাম্প মিলে একটির সমান পানি উত্তলন করে। বিকল পাম্প গুলো সংরক্ষন করলে পৌরবাসীকে চাহিদা মতো পানি সরবারাহ করা সম্ভব হবে। আশা করছি কয়েক মাসের ভিতরে বিকল পাম্প গুলো সংরক্ষন করা হবে। পানি সংকটে একদিকে যেমন পানির গ্রাহকরা দিন দিন ক্ষুব্ধ হচ্ছে অপরদিকে টিউবয়েলের আর্সেনিকযুক্ত বিষপান করছে। এই পরিস্থিতিতে পানি সংকট দুর করতে না পারলে পৌর এলাকায় আর্সেনিক আক্রান্তের সংখ্যা মারাত্মকহারে বেড়ে যাবে বলে নে করছেন  স্বাস্থ্য বিশেষজ্ঞরা।