রাজনীতি

মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচন।। ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

By মেহেরপুর নিউজ

March 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মার্চ: মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচনে মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রোববার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপনির্বাচনের প্রতিদ্বন্দিতা করার লক্ষে মনিরুল ইসলাম, মীর জাহাঙ্গীর আলম, গোলাম ফারুকুল মামুন লাকি ও আফমানুল জুয়েল তাদের মনোনয়ন পত্র জমা দেন।

প্রার্থীরা এদিন বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার মোতায়াক্কিল রহমান সেখানে উপস্থিত ছিলেন। আগামী ৩১ মার্চ মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।