মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মার্চ: আসন্ন মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচন উপলক্ষে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করে। যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন, সাবেক কাউন্সিলর মৃত মিজানুর রহমান রিটনের ছোট ভাই মাহফুজুর রহমান রিটন, জাহীদুল ইসলাম, আমানূল হক, গোলাম ফারুক, মনিরুল ইসলাম ও জাহাঙ্গীর মীর। শনিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আগামী ৩১ মার্চ মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,গত বছর ৮ এপ্রিল ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান রিপন সন্ত্রাসীদের বোম হামলায় নিহত হলে ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের প্রয়োজন পড়ে।