শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচন।।যাচাই-বাছাই শেষে ৪জন প্রার্থী’র বৈধতা ঘোষনা

By মেহেরপুর নিউজ

March 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মার্চ: মেহেরপুর পৌর সভার ১নং ওয়ার্ড-এর উপ-নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে  সোমবার ৪ জনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়েছে । মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর বোমা হামলায় পৌর সভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মরহুম মিজানুর রহমান রিপন গত বছরের ৮ এপ্রিল নিহত হলে দীর্ঘদিন ধরে কাউন্সিলর পদটি শূন্য থাকার পর উপ- নির্বাচনের তফশিল ঘোষনা করা হয় । এর পর মনোনয়ন

পত্র জমা,  প্রত্যাহার এবং যাচাই-বাছাই শেষে সোমবার যে ৪ জন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষনা করা হয় তারা হলেন মোহাঃ গোলাম ফারুক উল মামুন ( লাকি), মোঃ আসমানুল হক জুয়েল, মীর জাহাঙ্গীর আলম ও মোঃ মনিরুল ইসলাম (মনি) । যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীতা ঘোষনা করেন জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার । এসময় সদর উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান সেখানে উপস্থিত ছিলেন । প্রার্থীতা ঘোষনার পর উপ-নির্বাচনে প্রতিদন্দী প্রার্থী সাংবাদিক লাকি তার অভিমত ব্যক্ত করতে গিয়ে ১ নং ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে বলেন , এলাকায় মাদক মুক্ত ,বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশু শিক্ষা বাধ্যতামূলক সহ ১ নং ওয়ার্ডের মুরুব্বীদের পরামর্শে সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন বলে তিনি প্রতুশ্রুতি দেন ।  অপর আর এক প্রতিদ্বন্দী প্রার্থী আসমানুল হক জুয়েল ১ নং ওয়ার্ডবাসীর উদ্দেশে  বলেন সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত ১নং ওয়ার্ডের কাউন্সিলর ( প্যানেল মেয়র ) মরহুম মিজানুর রহমান রিপনের অসামাপ্ত কাজ সমাপ্ত করা সহ ওয়ার্ডের উন্নয়নে আমি কাজ করে যাব ।আমি ওয়ার্ডবাসীর দোওয়া চাই ।