মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মার্চ: টানা এক বছর পর মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের উপনির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। আগামী ৩১ মার্চ মেহেরপুর পৌর সভার ১ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্টিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রিটার্নিং অফিসার হোসেন আলী খন্দকার ওই উপনির্বাচনের তফশিল ঘোষনা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৮ মার্চ মনোনয়ন পত্র জমা, ১৯ মার্চ মনোনয়ন পত্র বাছাই, ২১ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য্য করা হয়েছে। ৩১ মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,গত বছর ১ এপ্রিল সন্ত্রাসীদের বোমা হামলায় মেহেরপুর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান রিপন মারাত্মক আহত হন।
পরে ৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পৌর সভা বিধিমালা ২০১০ এর ১০(৩) বিধি অনুসারন পূর্বক ১ নং ওয়ার্ডকে শূন্য ঘোষনা করা হয়। গত ১২ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব মোঃ ফরহাদ হোসেন এ সংক্রান্ত একটি আদেশ জেলা রির্টানিং অফিসার বরাবর প্রেরণ করার পর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রিটার্নিং অফিসার হোসেন আলী খন্দকার ওই উপনির্বাচনের তফশিল ঘোষনা করেন।